দ্য ওয়াল ব্যুরো: একসময়ের মাওবাদী গড় গড়চিরৌলি আজ পাল্টে যাচ্ছে উন্নয়নের প্রতীক হিসেবে। কয়েক বছর আগেও যেখানে ছেয়ে থাকত রাইফেলের আওয়াজ, আজ সেখানে শোনা যায় লৌহ আকরিক শোধনাগারের নির্মাণশিল্পের গর্জন।
শুধু তাই নয়, মহারাষ্ট্রের এই অভিশপ্ত লাল করিডোরে আজ দাঁড়িয়েছে আধুনিক হাসপাতাল, একটি নতুন স্কুল, এমনকি তৈরি হয়েছে একটি সিনেমা হলও। বদলাচ্ছে পরিকাঠামো, দৃঢ় হচ্ছে নিরাপত্তা, আর তার সঙ্গে বদলে যাচ্ছে মানুষের জীবনও।