দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের (Chhattisgarh Naxal) গাড়িয়াবন্দ জেলায় (Gariyaband District) নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম ১০ নকশাল (Naxal Death)। নিহতদের মধ্যে রয়েছেন নকশাল সেন্ট্রাল কমিটির সদস্য মনোজ ওরফে মোডেম বলকৃষ্ণ। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা।
গোপন সূত্রে খবর, অভিযান শুরু