দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের হাজারিবাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম তিন মাওবাদী। নিহতদের মধ্যে রয়েছেন সহদেব সোরেন। যার মাথার দাম ছিল এক কোটি টাকা।
সোমবার ভোরে পান্তিত্রি জঙ্গলে গুলির লড়াই শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা রক্ষী ও পুলিশ। সকাল ছ’টা নাগাদ গোহর থানার সীমান্তবর্তী ওই জঙ্গলে নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলেন তিন মাওবাদীকে।
#REL
তাঁদের দেখে গুলি চালাতে শুরু করেন সিপিআই (মাওবাদী)-র নিষিদ্ধ স্কোয়াডের প্রধান সহদেব সোরেনের বাহিনী। বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে।