দ্য ওয়াল ব্যুরো: অন্ধবিশ্বাসের কারণে সাপের কামড়ে মৃত্যু হল দুই ভাই-বোনের। ঘটনাটি ঘটেছে ওড়িশার নবরঙ্গপুর জেলার উমেরকোট থানা এলাকার রাজপুর গ্রামে। পরিবারের সদস্যরা হাসপাতালে না গিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়ায় সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে তাদের।
মৃত শিশুরা নয় মাস বয়সী ঋতুরাজ হরিজন এবং তার এগারো বছর বয়সী দিদি অমিতা হরিজন। সোমবার রাতে তারা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত ১১টা নাগাদ বিষাক্ত সাপে তাদের কামড়ায়। এরপর বাবা-মা তাদের হাসপাতালে না নিয়ে গিয়ে এক ওঝার কাছে নিয়ে যান।
#REL