দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: দিনের আলোয় রায়গঞ্জ আদালতের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে শোরগোল পড়ল রায়গঞ্জের উদয়পুর এলাকায়। বৃহস্পতিবার হেমতাবাদ এলাকার বাসিন্দা ও রায়গঞ্জ আদালতের আইনজীবী জুলিয়াস নায়ারকে অপহরণ করা হয়েছে বলে জানান আদালতের সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস।
তিনি জানান, আদালতের কাজ সেরে দুপুরের পর জুলিয়াস নায়ার বাড়ি ফিরছিলেন। সেই সময় রায়গঞ্জ–বালুরঘাট রাজ্য সড়কের উদয়পুর এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তি তাকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। এই ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
#REL