সায়ন সাহা, কালিম্পং
শুক্রবার রাতের অন্ধকারে কালিম্পং জেলার মেল্লি কিরণে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১০-এর ধার ঘেঁষে থাকা পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে একটি গাড়ি। স্থানীয় সূত্রে খবর, প্রায় ৫০ মিটার গভীর খাদে গিয়ে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। গুরুতর আহত হন আরও তিনজন।