সুভাষচন্দ্র দাশ, ভাঙড়
অভিভাবকদের অসতর্কতায় প্রাণ গেল পাঁচ বছরের এক শিশুর। সাপ তাড়াতে বাড়ির আশপাশে বোতলে ভরে রাখা হয়েছিল কার্বলিক অ্যাসিড। আর খেলতে খেলতে ঠান্ডা পানীয় ভেবে সেই অ্যাসিড খেয়ে ফেলে ছোট্ট শামিম আলি মোল্লা। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভাঙড় থেকে প্রথমে জিরেনগাছা ব্লক হাসপাতালে এবং পরে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবার গভীর রাতে সেখানেই মৃত্যু হয় ওই শিশুর।