দ্য ওয়াল ব্যুরো:
বলিউডের পর্দায় তাঁদের জুটির রসায়ন একসময় ছিল দর্শকদের খুব প্রিয়। ‘নমস্তে লন্ডন’, ‘সিং ইজ কিং’, ‘ওয়েলকাম’, একের পর এক হিট ছবিতে একসঙ্গে ঝড় তুলেছিলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। পর্দার বাইরে তাঁদের সম্পর্ক নিয়েও একসময় কম চর্চা হয়নি। তবে জল্পনা উড়িয়ে দু’জনেই জানিয়েছেন তাঁরা কেবলই ভাল বন্ধু।
সেই বন্ধুত্বেরই এক ইঙ্গিত মিলল ফের। প্রিয় সহ-অভিনেত্রীকে স্মরণ করে অক্ষয় জানালেন, “তোমাকে মিস করছি, ক্যাটরিনা।” কিন্তু কেন হঠাৎ এমন বার্তা?