দ্য ওয়াল ব্যুরো: সালটা সেই ২০০৭। 'সাওয়ারিয়া' ছবি দিয়ে অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) বলিউডে পা রাখেন। খুব কম সময়েই তিনি যেমন অভিনয়ে সফল হন, তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় শিরোনামে ছিলেন। তাঁর শুরুর দিকের প্রেম জীবন জুড়ে ছিল দুই জনপ্রিয় অভিনেত্রী, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। একসময় এই গভীর সম্পর্কগুলি বিচ্ছেদে (Breakup) শেষ হয়। সম্প্রতি সাংবাদিক পূজা সামন্ত এক সাক্ষাৎকারে রণবীরের সেই সময়কার সম্পর্ক নিয়ে বেশ কিছু অজানা কথা সামনে এনেছেন।
#REL
