দ্য ওয়াল ব্যুরো: সালটা ১৯৯৯। চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে ভারত ছেড়ে বিদেশে চলে যান বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। সেইসময় কেরিয়ারের পিক পয়েন্টে ছিলেন তিনি। অভিনয় থেকে তাঁর হঠাৎ বিদায় অনুরাগীদের যেমন অবাক করেছিল, তেমনই কষ্ট পেয়েছিলেন কিংবদন্তী শিল্পী এম এফ হুসেন (MF Hussain)।
মাধুরী ছিলেন তাঁর অনুপ্রেরণা, তিনি অভিনেত্রীকে নিয়ে অসংখ্য চিত্র এঁকেছেন, প্রতিটিতে ভালবাসার ছাপ রেখে সই করেছেন 'ফিদা'-যার অর্থ 'সমর্পিত'।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী সেই বিশেষ সম্পর্কের অজানা গল্প সকলের সামনে আনলেন।
#REL