দ্য ওয়াল ব্যুরো: 'ধকধক গার্ল' মাধুরী দীক্ষিত 'ফেম গেম'-এর হাত ধরে ওটিটি (OTT) প্ল্যাটফর্মে যাত্রা শুরু করার পর এবার আরও একটি নতুন, ভিন্নধর্মী চরিত্রে দর্শকদের সামনে আসতে চলেছেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় এক দারুণ চমক দিয়ে তাঁর নতুন সিরিজ 'মিসেস দেশপাণ্ডে'-এর ঘোষণা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ২০ সেকেন্ডের টিজারে মাধুরীকে একেবারে অন্য রূপে দেখা গেছে। সেখানে দেখা যায়, অভিনেত্রী একে একে তাঁর গয়না ও মেকআপ মুছে ফেলছেন। এরপরই তিনি ধরা দেন জেলের কয়েদির লুকে।
#REL