দ্য ওয়াল ব্যুরো: বুধবার মুম্বইয়ের ঝলমলে সন্ধ্যায় এক নতুন অধ্যায়ের সূচনা করলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। প্রকাশ করলেন তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'The Ba***ds of Bollywood'-এর প্রথম ঝলক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা, সুপারস্টার বাবা শাহরুখ খান, মা গৌরী খান এবং বোন সুহানা খান। ঝলক প্রকাশের পর থেকেই বলিউডের অর্ধেক ইন্ডাস্ট্রি যেন শুভেচ্ছার স্রোতে ভাসিয়ে দিলেন আরিয়ানকে।
সুহানা ইনস্টাগ্রামে ভাইয়ের জন্য লিখলেন, “Hard hard & all heart!! The Ba***ds of Bollywood out 18th September!!! You are not ready.”
#REL