শুভঙ্কর চক্রবর্তী
সিরিজের শুরুতেই একটি বিশেষ কার্ড। পরিচালক আরিয়ান খান কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁদের, যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন কঠিন সময়ে। বিশেষ করে তাঁর সুপারস্টার বাবা শাহরুখ খানকে। তারপরেই অন্ধকার পর্দায় ভেসে ওঠে এক বলিউড পরিচালককে শোনা গালিগালাজ। ছবির দৃশ্য ভাঙতেই দেখা যায়—অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে। অভিনেতা প্রাণপণ দৌড়ে উঠে পড়েছেন এক বিল্ডিং থেকে আর একটিতে, কিন্তু ঝাঁপটা মিস করে নিচে পড়ে যাচ্ছেন ভয়ঙ্করভাবে। গুরুতর আহত অভিনেতাকে দেখে মুহূর্তের জন্য পরিচালকের সুরও বদলে যায়—চিৎকার করে ডাকেন ডাক্তারকে।