দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড' মুক্তির পর থেকেই প্রশংসিত হয়েছে। আর এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের হাত ধরেই নতুন করে চর্চায় উঠে এসেছেন সঞ্চালক, অভিনেতা এবং নৃত্যশিল্পী রাঘব জুয়াল। সিরিজের তাঁর অভিনয় বেশ নজর কেড়েছে।
অভিনয় জীবনে রাঘবের বয়স খুব বেশি দিনের না হলেও, বলিউডে তাঁর জার্নি বহু পুরনো। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাঘব মুম্বইয়ে তাঁর প্রথম দিকের স্ট্রাগল এবং জীবন যাপনের কথা তুলে ধরেছেন, যা শুনে অনেকেই অবাক হয়েছেন।
#REL
ফ্রিজ ছিল অন্তর্বাস রাখার 'আলমারি'!