দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম শো 'দ্য ব্যাডস অফ বলিউড'-এর প্রিমিয়ারে এক মজার ঘটনা ঘটিয়েছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান সময় রায়না। তিনি এমন একটি টি-শার্ট পরে প্রিমিয়ারে হাজির হয়েছিলেন, যার স্লোগান ছিল "Say No To Cruise"। এই স্লোগানটি ছিল আরিয়ান খানের ২০২১ সালের মাদক মামলার একটি স্পষ্ট ইঙ্গিত, যখন এনসিবি কর্মকর্তারা তাঁকে একটি ক্রুজ পার্টি থেকে আটক করেছিল।
'দ্য ব্যাডস অফ বলিউড' শো-এর অভিনেতা রাঘব জুয়াল রণবীর আল্লাহাবাদিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সময় রায়নার টি-শার্ট দেখে আরিয়ান খান সহ সবাই হেসেছিলেন।
#REL