দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা জুটি রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt) সম্প্রতি তাঁদের নতুন বাংলোয় সংসার শুরু করেছেন। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত এই বিশাল ম্যানশনটির বাজারদর প্রায় ২৫০ কোটি টাকারও বেশি, যা শাহরুখ খানের 'মন্নত' এবং অমিতাভ বচ্চনের 'জলসা'কেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে।
উত্তরাধিকার সূত্রে পাওয়া কাপুরদের পৈতৃক ভিটেতেই বিগত দেড় বছর ধরে তিল তিল করে এই বাংলো তৈরি করিয়েছেন রণবীর-আলিয়া। হোমযজ্ঞ ও পুজোপাঠের মাধ্যমে তাঁরা গৃহপ্রবেশ করেন। অবশেষে মাসখানেক পর সেই নতুন সংসারের ঝলক সোশ্যাল মিডিয়ায় দেখালেন কাপুরদের বউমা আলিয়া ভাট।