দ্য ওয়াল ব্যুরো: অনেক দিন ধরেই গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত। তবে সাম্প্রতিক পরপর কিছু কাজের মধ্য দিয়ে বলিউডে একপ্রকার পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেতা রাঘব জুয়াল (Raghav Juyal)। শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan) পরিচালিত The Ba*ds of Bollywood-এ অভিনয়ের জন্য রাঘব এখন বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু। তারপর থেকে আরিয়ান খানের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে বেশ কয়েকবার।
যেদিন প্রথম শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রাসাদ ‘মন্নত’-এ (Mannat) পা রেখেছিলেন, কেমন ছিল সেই মুহূর্ত? সেই নিয়েই এক সাক্ষাৎকারে রাঘব জানালেন, সেই স্মৃতি কখনও ভুলতে পারবেন না তিনি।
#REL