দ্য ওয়াল ব্যুরো: গত ২১ মে স্টার স্টাডেড অ্যাকশন থ্রিলার ‘King’-এর শুটিং দারুণ গতিতে শুরু হয়েছিল। মেহবুব স্টুডিওতে শাহরুখ খান, কন্যা সুহানা খান এবং অভিষেক বচ্চন ঝাঁপিয়ে পড়েছিলেন একেবারে স্পাই থ্রিলার অ্যাকশন দৃশ্যের জন্য।
#REL
কিন্তু এত ব্যস্ততার পর, বর্তমানে গোটা ইউনিট এক প্ল্যানড ব্রেক নিয়েছে! যদিও পুরো শুটিং থেকে অবকাশ নেওয়া হচ্ছে, তা সত্ত্বেও কিছুকিছু ছোট ইউনিটে ইন্ডোর সিকোয়েন্সের শুটিং চলবে আগামী কয়েক সপ্তাহ।