দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের (Shah Rukh Khan) আসন্ন ছবি ‘কিং’–কে (King) ঘিরে উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। ঘোষণার পর থেকেই এই মেগাবাজেট অ্যাকশন থ্রিলার নিয়ে নেটদুনিয়া উত্তাল। বিশেষ করে ছবির তারকাখচিত কাস্ট এবং শাহরুখের ‘সল্ট অ্যান্ড পিপার’ লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বিদেশে শুটিং চলাকালীন ভাইরাল হওয়া এই লুক দেখে অনুরাগীদের উচ্ছ্বাস যেন তুঙ্গে।
এই আবহে ছবিকে ঘিরে আরও বড় আপডেট দিলেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান। তাঁর কথায়, ‘কিং’-এর জন্য ‘কিং-সাইজ প্রস্তুতি’ চলছে শাহরুখ এবং তাঁর মেয়ে সুহানা খানের।
#REL