দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'বাদশা' শাহরুখ খানের জন্মদিন ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আনন্দ-উৎসাহের পারদ তুঙ্গে। আলিবাগে নিজের বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ৬০ বছরের জন্মদিন উদযাপন করবেন শাহরুখ। তবে কি রবিবার সকালে তাঁকে মন্নতের বাইরে দেখা যাবে না? এই প্রশ্নই ঘুরছে ভক্তমহলে।
জানা গেছে, ফারহা খান, করণ জোহার থেকে শুরু করে বলিউড বন্ধুরা একে একে পৌঁছাতে শুরু করেছেন শাহরুখের আলিবাগের বাড়িতে। ফারহা নিজেই তাঁর ইনস্টাগ্রামে করণের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দাকে দেখা গিয়েছে রো-রো ফেরিতে করে আলিবাগের উদ্দেশে রওনা দিতে।