দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি 'কিং'-এর শুটিং শুরু হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে বিপুল উন্মাদনা কাজ করছে। ছবিটি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা প্রচারমূলক ঝলক প্রকাশ না হলেও, সম্প্রতি এই ছবির শুটিং ফ্লোর থেকে একটি ভিডিও ফাঁস হওয়ায় নেটপাড়ায় তুমুল শোরগোল তৈরি হয়েছে।
মঙ্গলবার নেটপাড়ায় হঠাৎই ভাইরাল হওয়া একটি অস্পষ্ট ভিডিওতে দেখা যায়। স্যুট পরা এক ব্যক্তি হাতে তলোয়ার নিয়ে প্রতিপক্ষকে প্রতিহত করতে উদ্যত।