দ্য ওয়াল ব্যুরো: ‘খুন ভরি মাং’-এর কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে রেখার প্রতিশোধের দৃশ্য, কুমীরের হামলা কিংবা কবীর বেদির ভয়ঙ্কর উপস্থিতি। তবে এর মাঝেও কেউ কেউ ভুলতে পারেন না সেই গ্ল্যামারাস সোনু ওয়ালিয়াকে, যিনি বন্ধুর স্ত্রী হয়ে ঘর ভাঙার চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মনে দাগ কেটে গিয়েছিলেন। “ম্যায় তেরি হুঁ জানম” গানে তাঁর এবং কবীর বেদির রসায়ন আজও বহু সিনেমাপ্রেমীর মনে গেঁথে রয়েছে।
এই চরিত্রে অভিনয়ের জন্য সোনু পেয়েছিলেন ফিল্মফেয়ার সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। কিন্তু এখানেই থেমে গেল কেরিয়ার। কারণ? তিন খানের তুলনায় তাঁর উচ্চতা বেশি হওয়া!
#REL