দ্য ওয়াল ব্যুরো: সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'স্পিরিট' ছবি থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। কারণ একটাই, দীপিকা দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করতে চাননি, আর পরিচালকের সঙ্গে সেই নিয়েই মতবিরোধ তৈরি হয়। এই ইস্যু ঘিরে ইতিমধ্যেই বলিউডে শুরু হয়েছে বিতর্ক। কেউ দীপিকার পক্ষে, কেউ আবার কাজের নীতি নিয়ে প্রশ্ন তুলছেন।
এই পরিস্থিতিতে দীপিকার পাশে দাঁড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক। ‘বিগ বস ১৪’ বিজয়ী ও ‘ছোটি বাহু’, ‘সাস বিনা শাশুরাল’-এর মতো হিট সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পাওয়া রুবিনা এবার ৮ ঘণ্টার শিফট ঘিরে নিজের মতামত স্পষ্ট করে দিলেন।
#REL