দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা কার্তিক আরিয়ান ও পরিচালক অনুরাগ বসুর নতুন ছবি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে, যার মূল আকর্ষণ দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। ছবিটির শুটিং প্রায় শেষ, কিন্তু এর নাম নিয়ে রহস্য এখনও জারি ছিল। তবে সম্প্রতি নতুন শিরোনাম সামনে এসেছে, যা 'আশিকি' ফ্র্যাঞ্চাইজির নস্টালজিয়াকে ধরে রাখতে চাইছে।
প্রথমে শোনা গিয়েছিল, এটি 'আশিকি ৩' (Aashiqui 3) হতে চলেছে। যদিও পরিচালক অনুরাগ বসু আগেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন, স্পষ্ট জানিয়েছিলেন যে তাঁর ছবিটি আশিকি ফ্র্যাঞ্চাইজির অংশ নয়।
#REL