দ্য ওয়াল ব্যুরো: ‘আপ জ্যায়সা কোই’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ফাতিমা সানা শেখ ও আর. মাধবান। আর শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে এবার ইনস্টাগ্রামে মাধবনের জন্য ভালবাসা উজাড় করলেন ফাতিমা। অভিনেত্রী তাঁকে বললেন, “আমার সবচেয়ে প্রিয় সহ-অভিনেতা। আপনি দারুণ একজন মানুষ!”
শুধু অভিনয়ের জন্য নয়, মাধবনের ফিল্টার কফি, তাঁর মায়ের বানানো সাম্বর মশলার রেসিপি, আর গুলাব জামুনের জন্যও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ফাতিমা। ক্যাপশনে লিখেছেন, “প্রতিদিন সকালে সেই এক কাপ কফি, আর গুলাব জামুন—সবটাই ছিল স্পেশাল। ধন্যবাদ এত সহজ আর মজার একটা শুটিংয়ের জন্য।”
#REL