'জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময়, জীবনদেবতার এই রীতি। শশী তাই প্রাণপণে জীবনকে শ্রদ্ধা করে। সঙ্কীর্ণ জীবন, মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন - সমস্ত জীবনকে।'
দ্য ওয়াল ব্যুরো: Metro in Dino সদ্য মুক্তি পেয়েছে। কিন্তু তাঁর ব্যস্ততা যায়নি। শহর থেকে শহরে ছুটছেন তাঁর ছবি নিয়ে। অনুরাগ বসু, গল্প বলেন ক্যামেরার ভাষায়। তাঁর সিনেমায় কখনও হারিয়ে যায় শহরের ব্যস্ততা, কখনও নামহীন সম্পর্কের নীরব সুর। তিনি কখনও Barfi -র সরলতা, কখনও বা Jagga Jasoos -এর অ্যাডভেঞ্চারে আমাদের নতুন চোখে দেখান জীবন। তিনি অনুরাগ, কিন্তু তাঁর নির্মাণে থাকে গভীর বেদনার একটা ছোঁয়া। তেমনই এক ছবি ‘মেট্রো ইন দিনো...’। গল্প Metro in Dino movie review নিয়ে শুরু হলেও তা হয়ে গেল ব্যক্তিগত।