দ্য ওয়াল ব্যুরো: শুটিং সেটে অসুস্থ জিতু কামাল। ব্রেকিংয়ের ভিড়ে দ্য ওয়ালের তরফেই গতকাল অর্থাৎ বুধবার বিকেলে প্রথম সামনে এসেছিল এই খবর। বুকে ব্যথা, ধুম জ্বর, উদ্বেগ বাড়ছিল সকলের মধ্যে। এখনও হাসপাতালে ভর্তি থাকলেও অভিনেতা এখন স্থিতিশীল। ঠিক কী হয়েছিল অভিনেতার? কেন হঠাৎ এত অসুস্থ হয়ে পড়লেন তিনি? এ দিন দুপুরে অভিনেতাকে হাসপাতাল থেকে দেখে এসে দ্য ওয়ালকে সবটা জানালেন জিতুর সহঅভিনেতা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
কলকাতা থেকে বেশ খানিক দূরে সাঁই প্রকাশ লাহিড়ির আগামী ছবি 'এঁরাও মানুষ' ছবির শুটিং চলছিল বুধবার। নির্ধারিত সময়ে হাজির ছিলেন জিতু-শ্রাবন্তী সহ গোটা টিম।