দ্য ওয়াল ব্যুরো: এই পুজো খানিক অন্যরকম। পুজোতে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা। এর মধ্যে রয়েছে শুভ্রজিৎ মিত্রের ছবি 'দেবী চৌধুরাণী'। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবির টিজার মুক্তি আগামিকাল। কিন্তু এরই মধ্যে প্রথম ঝলক এসে পৌঁছল দ্য ওয়ালের কাছে।
সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় তৈরি এই ছবির প্লট কারও অজানা নয়। যারা উপন্যাস পড়েছেন তাঁরা চরিত্রগুলির সঙ্গে অবগত আগে থেকেই। পরিচালকের কাছে এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চেনা চরিত্রকে কীভাবে নতুন মোড়কে উপস্থাপন করা যেতে পারে, সেই পরীক্ষায় ভালভাবেই পাশ করলেন শুভ্রজিৎ।
#REL