দ্য ওয়াল ব্যুরো: অন্যতম বহু প্রতীক্ষিত ছবি এবার পৌঁছে যাচ্ছে ঘরে-ঘরে। বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে প্রিমিয়ার হতে চলেছে সুপারহিট অ্যাকশন থ্রিলার ‘রক্তবীজ ২’। অভিনয়ে আবির চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা এবং কৌশানি মুখোপাধ্যায়—এক কথায় তারকাবহুল কাস্টিং। রাজনৈতিক সংঘাত, সীমান্ত উত্তেজনা এবং তার ফলে সামাজিক শান্তি-স্থিতি নড়বড়ে হয়ে ওঠার ঘটনাই অনুপ্রেরণা এই সিক্যুয়েলের গল্পে। ‘রক্তবীজ ২’-এর কাহিনি দুই দেশের। ভারত ও বাংলাদেশ। একত্র ইতিহাস এবং পারস্পরিক সহমর্মিতার মেলবন্ধনে দাঁড়ানো।
#REL