শুভঙ্কর চক্রবর্তী
এ বছর পুজোয় যে চার মহারথীর লড়াই হবে বক্স অফিসে তার মধ্যে রক্তবীজ-টু এরই মধ্যে সাড়া ফেলেছে। প্রথম ছবি হিট করলে এমনিতেই সিক্যুইল নিয়ে একটা আগ্রহ থাকে। তাই রক্তবীজ-২ নিয়ে স্বাভাবিক আগ্রহ রয়েছে। তার উপর ‘রঘু ডাকাত’ ও ‘দেবী চৌধুরানীর’ সঙ্গে পাল্লা দিয়ে টিম শিবপ্রসাদ যেভাবে প্রচারে নেমেছেন তাতে আরও মাত্রা যোগ হয়েছে।