দ্য ওয়াল ব্যুরো: ওয়েব দুনিয়ায় আবার একবার নতুন হাওয়া বইতে চলেছে। নৈহাটির বড় মায়ের আশীর্বাদ নিয়ে চলতি মাসেই রাজ চক্রবর্তী শুরু করেছেন তাঁর একেবারে নতুন ওয়েব সিরিজের কাজ। শুটিংও জোরকদমে শুরু হয়ে গিয়েছে। আর সেই সঙ্গেই ফিরছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের বহুদিনের সেই চেনা রূপ—যে চরিত্রে তাঁকে দেখার অপেক্ষায় ছিল অসংখ্য দর্শক।
শাশ্বতর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জুন মালিয়া। দীর্ঘ বিরতির পর আবার ক্যামেরার সামনে ফিরছেন তিনি। তবে এই সিরিজে দর্শক নতুন গল্প পাবেন, নাকি পুরনো অধ্যায়ই এগিয়ে নিয়ে যাওয়া হবে—তা নিয়ে রাজ এখনও মুখ খোলেননি। রহস্যই থাকছে রহস্যের মতোই।
#REL