শুভঙ্কর চক্রবর্তী
অভিনয় যেন তাঁদের রক্তে। দাদু শুভেন্দু চট্টোপাধ্যায়, বাবা শাশ্বত চট্টোপাধ্যায়—বাংলার দুই প্রজন্মের দুর্দান্ত অভিনেতা। আর এবার সেই গর্বের উত্তরসূরি হয়ে পর্দায় পা রাখতে চলেছেন হিয়া চট্টোপাধ্যায়। নতুন মুখ, কিন্তু পারিবারিক পরম্পরা আর নিজের স্বপ্নকে সঙ্গী করে তিনি তৈরি টলিউডে নিজের ছাপ রাখার জন্য।