দ্য ওয়াল ব্যুরো: পুজোর মরশুমে টলিউডের পর্দায় আসছে এক নতুন চমক। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবং টলিউডের ‘হ্যান্ডসাম’ আবির চট্টোপাধ্যায়ের নতুন জুটি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অনীক দত্তর আগামী ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-তে দেখা যাবে আবির-নওশাবাকে। এই নামেই যেন লুকিয়ে আছে রহস্য, উত্তেজনা আর পুরোদমে বিনোদনের ইঙ্গিত।
#REL