দ্য ওয়াল ব্যুরো: অনিল কাপুরকে একবার মিথ্যে বলেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়! আর সেই কথা নিজেই স্বীকার করে নিলেন অভিনেতা। 'দ্য নাইট ম্যানেজার' সিরিজের প্রোমোশনের সময়কার সেই ঘটনার কথা শেয়ার করে নিলেন ‘দ্য ওয়াল’-এর সঙ্গে। ঘটনাটা ঠিক কী?
শাশ্বতর কথায়, “নাইট ম্যানেজারের প্রোমোশনের সময় সিকিম যাওয়ার একটা প্ল্যান হয়েছিল বন্ধুবান্ধবদের নিয়ে। গাড়ি করে যাওয়ার কথা। হঠাৎ দেখি অনিল কাপুরের একটা মেসেজ এসেছে। লিখেছেন, আমরা ভাবছি প্রমোশনের জন্য ‘দ্য কপিল শর্মা শো’-তে যাব। আমাকে সেখানে যেতে হবে, সেটাও জানিয়ে দিয়েছিলেন।'
#REL