শুভদীপ বন্দ্যোপাধ্যায়
ছবি: ডিয়ার মা
অভিনয়ে: জয়া আহসান, শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সোনালী বসু, পদ্মপ্রিয়া, অহনা, নন্দিকা
পরিচালনা: অনিরুদ্ধ রায়চৌধুরী
দ্য ওয়াল রেটিং: ৯/১০
ঈশ্বর এ তোমার কেমন বিচার, যার সন্তানকে তুমি কেড়ে নাও, কেন তাঁর শরীরে রেখে যাও গর্ভধারণের যন্ত্রণা। এরচেয়ে তুমি সেই মাকে একা করে দাও, সে যন্ত্রণা সেই মা সহ্য করে নেবে। এসে নিয়ে যাও, দয়া কর সেই মাকে।