দ্য ওয়াল ব্যুরো: 'মাতৃত্ব' কী জন্ম দিলেই হয়? শুধুমাত্র রক্তের সম্পর্কেই হয়? নাকি সন্তান দত্তক নিলেও সত্যিকারের মা হওয়া যায়? পুরাণের যশোদা ও দেবকীর আধুনিক রূপ যেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি 'ডিয়ার মা'। যে ছবির মুখ্য ভূমিকায় আছেন জয়া আহসান (Jaya Ahshan)। কলকাতায় ১৮ জুলাই মুক্তি পায় 'ডিয়ার মা' (Dear Maa)।
শহরে সাফল্য পাবার পর উত্তর আমেরিকায় (North America) রিলিজ করেছে ছবিটি। প্রথম দিনের কানাডা ও যুক্তরাষ্ট্রে রেকর্ড আয় করেছে জয়ার 'ডিয়ার মা'। বাংলা ছবিতে যা বেশ নজিরবিহীন ঘটনা।