শুভদীপ বন্দ্যোপাধ্যায়
দিলীপ কুমার বম্বেতে মধ্যগগনে থাকাকালীন বাংলাকে ভালবেসে দুটি বাংলা ছবিও করেছিলেন। 'পাড়ি' এবং 'সাগিনা মাহাতো'। দুটি ছবি অরিজিনালি বাংলা ছবি। পরে হিন্দিতে ডাবড হয়। 'সাগিনা মাহাতো' যদিও হিন্দির জন্য নতুন করে শ্যুট হয়েছিল। দিলীপ কুমার-সায়রা বানু, সেসময়ের সবথেকে চর্চিত জুটি এই বাংলা ছবি করতে এসেছিলেন । কিন্তু সায়রা বরের চরিত্রে দিলীপ কুমার নয়। বাংলার চিন্ময় রায়কে বরের চরিত্রে দেখে ভিরমি খেয়েছিলেন সায়রা বানু। আজ সায়রা বানুর জন্মদিনে সেই মজার গল্প।