রূপক মিশ্র
সকালের আড় ভাঙেনি। শেষ হেমন্তে আবছা কুয়াশার সর। সুলেখা মোড়, বাঘাযতীন, গাঙ্গুলিবাগান, যাদবপুর ৮বি-র প্রশস্ত রাজপথ ধরে হেঁটে যায় ওরা। লোকাল ট্রেন থেকে নেমে দল বেঁধে এগিয়ে চলা। গন্তব্য ‘বাবুদের’ হাইরাইজ৷ তারপর নিজেদের বাড়িঘর ভুলে অন্যের সংসারে আত্মসমর্পণ! সুশীল বাংলায় ‘গৃহপরিচারিকা’, আরেকটু আটপৌরে বাচনে ‘দিদি’...