দ্য ওয়াল ব্যুরো: পরিচালক সুভাষ কাপুর-এর কমেডি-কোর্টরুম ড্রামা 'জলি এলএলবি ৩' বক্স অফিসে বাজিমাত করেছে। মুক্তির মাত্র ১৩ দিনের মধ্যেই ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ছবিতে অভিনেতা অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি-র দুর্দান্ত কমেডি ও অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে।
'জলি এলএলবি ৩' গত ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, বুধবার (১৩তম দিনে) ছবিটি প্রায় ৩.৮৫ কোটি টাকা আয় করেছে। এর ফলে ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১০০.৮৫ কোটি টাকায়।
#REL