টোটা রায়চোধুরী
ভাল মানুষ বলতে আসলে আমরা যাঁদের কল্পনা করি, ধরমজি (Dharmendra) ছিলেন তার প্রতিরূপ। মুম্বইয়ের আড্ডায় বহুবার শুনেছি— ‘দেওল’রা নাকি বড়মাপের মানুষজন। কিন্তু ধর্মেন্দ্রজিকে কাছ থেকে দেখার পর বুঝেছি, এই কথাটা শুধু প্রশংসা নয়, সত্যিকারের অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া সত্যি।
#REL