দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু সম্প্রতি ৮১ বছরে পা দিয়েছেন। এই বিশেষ দিনে তিনি তাঁর প্রয়াত স্বামী এবং তাঁদের সম্পর্কের নানা অজানা কথা ভাগ করে নিলেন। দিলীপ কুমারের মৃত্যুর পর থেকে সায়রা বানু জন্মদিন উদযাপনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। তবুও তিনি জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সায়রা বানু জানান, দিলীপ কুমারের প্রতি তার ভালবাসা শুরু হয়েছিল মাত্র ১২ বছর বয়সে। লন্ডনে পড়াশোনা করার সময় তিনি প্রথমবার দিলীপ কুমারের একটি সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলেন। এরপর থেকে তিনি মনে মনে চাইতেন দিলীপ কুমার যেন তার স্বামী হন।