দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম কালজয়ী ছবি ‘শোলে’ আগামী ১৫ই অগস্ট ৫০ বছর পূর্ণ করতে চলেছে। এই ছবিটি প্রথমদিকে ফ্লপ হলেও পরে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা হিটগুলোর মধ্যে একটি হিসেবে জায়গা করে নেয়। রমেশ সিপ্পি পরিচালিত এই ছবিটি আজও দর্শকদের মনে গেঁথে আছে আমজাদ খানের 'গব্বর সিং' চরিত্র, অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রর বন্ধুত্ব, এবং বাসন্তী ও বীরুর চরিত্রে হেমা মালিনী ও ধর্মেন্দ্রর অনবদ্য রসায়নের জন্য।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে হেমা মালিনী জানিয়েছেন, তাঁদের বাস্তব জীবনের প্রেম কীভাবে ছবির পর্দায় তাঁদের রসায়নকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছিল।
#REL