দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার বড় পর্দায় আসছে বলিউডের কালজয়ী সৃষ্টি ‘শোলে’ (sholay, sholay 50 years, sholay restored version)। বহু বছর পরে ‘শোলে – দ্য ফাইনাল কাট’ নামে এক বিশেষ সংস্করণে ছবিটি মুক্তি পেতে চলেছে, যেখানে 4K রিস্টোরেশন ও ৭০ মিমির স্টানিং প্রেজেন্টেশনে দর্শকরা প্রথমবার দেখবেন পরিচালক-পরিকল্পিত আসল ক্লাইম্যাক্সের সঙ্গে আগে অপ্রকাশিত দু’টি দৃশ্য। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই রিডিটেড সংস্করণ পুরো ছবিটিকে যেন নতুন প্রাণ দিচ্ছে।
#REL