দ্য ওয়াল ব্যুরো: শোলের ৫০ বছর, হিন্দি ছবির ইতিহাসে এক মাইলফলক। এই সময় জুড়ে হইচই, রেট্রো পোস্টার, নতুন প্রচার— সবই চলছে। কিন্তু আমরা কি মনে রেখেছি, ১৯৭৫ সালে উত্তম কুমারেরও একসঙ্গে পাঁচটি ছবি মুক্তি পেয়েছিল? অগ্নীশ্বর, আমি সে ও সখা, বাঘবন্দির খেলা, অমানুষ এবং সন্ন্যাসী রাজা। সব ক'টি আজ কিংবদন্তি। সবকটি কাহিনি যেন রূপকথার মতো, অথচ বাস্তবের সঙ্গে মিশে থাকা।
উত্তম কুমারের অভিনয়ের বিস্তার, চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতা আর প্রজন্মের পর প্রজন্মকে আলোড়িত করা— এই পাঁচ ছবিই তার প্রমাণ। দেখে নেওয়া যাক, কী কী ছবি।