শুভদীপ বন্দ্যোপাধ্যায়
চারুলতা ফেসবুকে! মাধবী মুখোপাধ্যায় নাকি সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলেছেন। তোলপাড় নেটপাড়া। এবার ফেসবুক করলেই মাধবীর সঙ্গে কথা বলা যাবে! সত্যি কী এই মাধবী সেই মাধবী? সত্যতা জানতে অনুসন্ধান চালালো 'দ্য ওয়াল'।