শুভদীপ বন্দ্যোপাধ্যায়
শারদপ্রাতে মাধবীরাতের বউঠাকুরানি রূপে চিরন্তন ‘চারুলতা’ তিনি। আবার তিনি উত্তমকুমারের অজস্র হিট ছবির নায়িকাও। তিনি মাধবী মুখোপাধ্যায়। তাঁর সঙ্গেই মন নিয়ে কাছাকাছি আরও দূরে যেতে চেয়েছিলেন উত্তম।
উত্তমকুমারের প্রয়াণ দিনে 'দ্য ওয়াল'-এ তাঁর স্মৃতিচারণে কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। আলাপচারিতায় শুভদীপ বন্দ্যোপাধ্যায়।