দিশা দাস
কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল (Kaligunj Elections) আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের (TMC) জন্য বাড়তি অক্সিজেন। তবে এই ফল দেখে প্রথমে খুশি হলেও পরে বাকরুদ্ধ হয়ে পড়েন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। কারণ - বোমা ফেটে নাবালিকার মৃত্যু। তবে সেই ঘটনা বাদ দিলে রাজনৈতিকভাবে দেবাংশু কতটা খুশি হয়েছেন, তা জানিয়েছেন দ্য ওয়াল-কে (The Wall.In)।