দ্য ওয়াল ব্যুরো: একসময়ে ভারতের দ্রুতগতির পেসার, পরে কোচিং জগতের পরিচিত মুখ - যোগরাজ সিং (Yograj Singh) আজ নিজের জীবনকে দেখছেন সম্পূর্ণ ভিন্ন আলোয়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে (Interview) তিনি যে কথাগুলি বলেছেন, তা যেন তাঁর দীর্ঘ সংগ্রামী পথের এক নিঃসঙ্গ পরিণতির কাহিনি।
৬২ বছরের যোগরাজ জানালেন, এখন তিনি বেশিরভাগ সময় একা কাটান। নিজের শহরের বাড়িতে সন্ধে নামলে পাশে কেউ থাকে না। তিনি জানিয়েছেন, তাঁর বাড়িতে কেউ নেই। খাওয়ার সময় কখনও কোনও পরিচিত, কখনও কোনও অচেনা মানুষ খাবার দিয়ে যায় শুধু।