দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধের শব্দ স্তিমিত, শহর জুড়ে হাঁড়ি হাঁড়ি মিষ্টির গন্ধ। তারই মাঝে যেন এক অমোঘ দৃশ্য— দু’হাত তুলে আনন্দে চিৎকার করে উঠছেন কেউ, “ছুটি! ছুটি!” কে জানত, এই ‘ছুটি’র মানুষটিকেই বাঙালি কোনও দিন মন থেকে ছাড়তে পারবে না! তিনি জটায়ু তথা লালমোহন গাঙ্গুলি (Lal Mohan Ganguly)। বাঙালির অত্যন্ত প্রিয় সন্তোষ দত্ত (Santosh Dutta Birthday)।
১৯২৫ সালের ২ ডিসেম্বর, ঢাকায় জন্ম। পরে কলকাতায় (Kolkata) আসা। আমহার্স্ট স্ট্রিটের কাছে ‘সুরধ্বনি কুটির’ নামে দোতলা বাড়িটাই ছিল তাঁর আদি ঠিকানা। পাড়ার মানুষ আজও দিনের হিসেব ভোলে না। কারণ এই দিনেই জন্মেছিলেন সেই চিরসবুজ রসিক।