বিহঙ্গী বিশ্বাস
এ বারের কলকাতা চলচ্চিত্র উৎসব ৩১তম (Kolkata International Film Festival)। বিগত বছরগুলোতে ফিল্ম ফেডারেশনকে (Film Federation) পুরো মাত্রায় দেখা গেছিল। কিন্তু, এবারের ছবিটা তাৎপর্যপূর্ণভাবে ব্যতিক্রম। ঘটনা হল, বৃহস্পতিবার ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকলেও ফেডারেশন সভাপতিকে অর্থাৎ স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) তো দেখা গেলই না, সঙ্গে সংগঠনের কলাকুশলীরাও অনুপস্থিত ছিলেন। আবার উৎসবের মঞ্চে সেই পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee) দেখা গেল, যাঁর সঙ্গে বনিবনা নেই ফেডারেশনের।