দ্য ওয়াল ব্যুরো: শনিবার ইমপার অফিসে বসেছিল স্ক্রিনিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। পুরো টলিপাড়ার চোখ ছিল সেদিকে। কারণ, এই বৈঠকের উপস্থিতির তালিকাই বলে দেয় তার গুরুত্ব—দেব, সৃজিত মুখোপাধ্যায়, অতনু রায়চৌধুরী, নিসপাল সিং রানে, রানা সরকার, শতদীপ সাহা, জয়দীপ মুখোপাধ্যায়, পরিবেশক পঙ্কজ লাডিয়া, ক্যামেলিয়ার তরফে নীলাঞ্জন বসু, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস—সবাই ছিলেন মুখোমুখি আলোচনার টেবিলে।
#REL