অরুনাভ বসু ও শুভঙ্কর চক্রবর্তী
টলিপাড়ায় যেন একটু আগেই সূর্য উঠেছিল গত ৩০ জুন। প্রযোজক, চ্যানেল এবং ফেডারেশন—তিনপক্ষ একসঙ্গে বসে আলোচনা করে পৌঁছেছিলেন এক ঐতিহাসিক মীমাংসায়। ঘোষণা হয়েছিল, ‘আর কোনও কারণে শুটিং বন্ধ নয়।’ সংবাদমাধ্যমের সামনে হাতে হাত রেখে একসঙ্গে এগিয়ে চলার অঙ্গীকারও করেছিলেন সকলে। বলা হয়েছিল, দীর্ঘদিনের সমস্যা—যেমন পুষ্টিকর খাবার, কলাকুশলীদের ক্যান্টিন, মহিলা শৌচাগার—সব কিছুরই এবার সমাধান হয়েছে। দাবি উঠেছিল, ৩০ জুন দিনটি নাকি বাংলা ধারাবাহিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
#REL
কিন্তু বাস্তবের মঞ্চে কি আদৌ বাজল সেই আশার সুর?