দ্য ওয়াল ব্যুরো: শুধু উদযাপন নয়, ঠিক যেন উৎসব। প্রতি বছরের মতো এ বছরও হইহই করে ভাইফোঁটা পালন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। হাজির ছিলেন টলিপাড়ার একগুচ্ছ পরিচিত মুখ। শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে জুন মালিয়া, অপরাজিতা আঢ্য থেকে সৌমিতৃষা কুন্ডু কে নেই সেখানে!
ভাইফোঁটা বলে কথা! উপহার না হলে কি চলে? প্রশ্ন হল, এত বোনেদের কী উপহার দেন মন্ত্রী? নাম প্রকাশে অনিচ্ছুক, এবারে উপস্থিত মন্ত্রীর জনপ্রিয় এক তারকা বোন দ্য ওয়ালকে বলেন, "আমাকে খুব ভাল একটা শাড়ি উপহার দিয়েছেন দাদা। আমার খুব পছন্দ হয়েছে।"